ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

শিক্ষকদের চাকরিচ্যুতি নিয়ে ত্রিপুরায় সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
শিক্ষকদের চাকরিচ্যুতি নিয়ে ত্রিপুরায় সংবাদ সম্মেলন শিক্ষকদের চাকরিচ্যুতি নিয়ে ত্রিপুরায় সংবাদ সম্মেলন

আগরতলা: ভারত সরকারের পরামর্শ অনুসারে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সপ্তম বেতনক্রম কার্যকরে পর্যালোচনা করার জন্য ত্রিপুরা সরকার কমিটি গঠন করেছে। ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার এক সংবাদ সম্মেলনের সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, এই কমিটি নোটিশ জারির ৪৫ দিনের মধ্যে পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সম্প্রতি দেশের সুপ্রিম কোর্টের রায়ে ত্রিপুরা রাজ্যের ১০ হাজার ৩শ’ ২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুত করা হয়েছে তা প্রত্যাশিত নয়। তবে দেশের সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য রাজ্যের শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হবে।

তবে তাদের ভবিষ্যত রক্ষার জন্য রাজ্য সরকারের সব ধরনের চেষ্টা থাকবে। শিক্ষকদের ভেসে যেতে দেওয়া হবে না বলেও মত ব্যক্ত করেন এবং ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন দফতরের কাছে আবেদন জানানো হবে বলেও জ‍ানান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- রাজ্য শিক্ষা দফতরের মন্ত্রী তপণ চক্রবর্তী ও অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসসিএন/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad