ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আগরতলা

মুখ্যমন্ত্রীর শবযাত্রা করলো তৃণমূল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
মুখ্যমন্ত্রীর শবযাত্রা করলো তৃণমূল আগরতলায় মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রতীকী শবযাত্রা। ছবি: সুদীপ

আগরতলা:  ত্রিপুরা রাজ্যের ১০ হাজার ৩শ’ ২৩ জন শিক্ষকের চাকরি চ্যুতি ইস্যুতে এখনো রাজ্য রাজনীতি সরগরম। এ ঘটনার জন্য বিরোধী দলগুলো রাজ্যের বামফ্রন্ট সরকারকে দায়ী করছে।
 

আর তৃণমূল কংগ্রেস তো রীতিমতো মুখ্যমন্ত্রী মানিক সরকারের শবযাত্রা কর্মসূচিই আয়োজন করলো। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে দলের কর্মী সমর্থকরা মানিক সরকারের কুশপুতুল তৈরি করে তৃণমূল কংগ্রেস ভবনের সামনে থেকে শবযাত্রা আয়োজন করে।

রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে আবার দলের কার্যালয়ের সামনে এসে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে। তৃণমূল কংগ্রেসের মিছিল।                                          ছবি: সুদীপ

তাদের অভিযোগ, নিয়ম নীতি না মেনে সরকার এই চাকরি দিয়েছিলো। তাই এখন চাকরি চলে গেছে। এর সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের। এর নৈতিক দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।