ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

চাকরি চ্যুতিতে আগরতলায় জনতা যুব মোর্চার বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
চাকরি চ্যুতিতে আগরতলায় জনতা যুব মোর্চার বিক্ষোভ ভারতীয় জনতা যুব মোর্চার মিছিল আগরতলায়। ছবি: সুদীপ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের ১০ হাজার ৩শ’ ২৩ জন শিক্ষকের চাকরি চ্যুতির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার (৩০ মার্চ) এ ইস্যুতে আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটি।

এদিন বিকেলে আগরতলার কৃষ্ণনগর এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে। বিক্ষোভ প্রদর্শন করে পশ্চিম আগরতলা থানার সামনে।

এদিকে ভারতীয় জনতা যুব মোর্চার পাশপাশি এই ইস্যুতে আরো কয়েকটি সংগঠন শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসসিএন/জেডএম       

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।