ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরা জুড়ে শিলাবৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ত্রিপুরা জুড়ে শিলাবৃষ্টি ত্রিপুরায় শিলাবৃষ্টি। ছবি: সুদীপ

আগরতলা: প্রাক কালবৈশাখীর দাপটে শনিবার (১৮ মার্চ) রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ আগরতলার উপর দিয়ে দমকা হাওয়াসহ শিলা বৃষ্টি হয়।

মাত্র দশ থেকে পনের মিনিটের শিলা বৃষ্টিতে রাস্তাঘাট ও খোলা স্থান সাদা হয়ে যায়। এই অসময়ে এমন অঝোরে শিলাবৃষ্টি দেখে খুশি শহরবাসী।

কেউবা মনের আনন্দে শিলা হাতে নিয়ে খেলা করেন, কেউ আবার পাত্রে জমিয়ে রাখেন। ত্রিপুরায় শিলাবৃষ্টি।                                          ছবি: সুদীপ

এই হঠাৎ বৃষ্টির কারণে তাপমাত্রার পারদও নেমে যায় খানিকটা। দুপুরে গরম অনুভূত হলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই হালকা শীত অনুভূত হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে রাজ্যে আরও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরায় শিলাবৃষ্টি।  ছবি: সুদীপ

তবে এ দিনের শিলাবৃষ্টিতে শহরবাসী যতটা খুশি, ঠিক ততটাই অখুশি চাষিরা। শিলাবৃষ্টির কারণে মাঠের সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।