ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ন্যায্য বেতনের দাবিতে গণডেপুটেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ন্যায্য বেতনের দাবিতে গণডেপুটেশন

আগরতলা: সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে ত্রিপুরার জুটমিলের কর্মীদেরকে বেতন ভাতা প্রদানের দাবিতে এবার যৌথ আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা জুট মিল পেনশনার্স অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা জুট মিল আইনি পরামর্শ কমিটি।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ ফেব্রুয়ারি) আগরতলায় মিছিল ও গণডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে।  

এদিন দুপুরে এসব সংগঠনের সদস্যরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মিলিত হন, পরে মিছিল বের করেন।

মিছিলটি বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে মহাকরণের সামনে গিয়ে শেষ হয়।

সেখান থেকে এক প্রতিনিধীদল মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব রঞ্জনের হাতে তাদের গণডেপুটেশন তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।