bangla news

ত্রিপুরায় আগুনে পুড়ে গেছে ৫শ’ রাবার গাছ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০২-২০ ৫:৪৬:৩৭ এএম
ত্রিপুরায় আগুনে পুড়ে গেছে ৫শ’ রাবার গাছ

ত্রিপুরায় আগুনে পুড়ে গেছে ৫শ’ রাবার গাছ

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার একটি রাবার বাগানের প্রায় ৫শ’ রাবার গাছ আগুনে পুড়ে গেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে কল্যাণপুর ব্লকের অন্তর্গত পশ্চিম ঘিলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগানে আগুন দেখে স্থানীয় কল্যাণপুর অগ্নিনির্বাপক দফতরে খবর দেন রাবার বাগানের মালিক জয়ন্ত দেবনাথ। এলাবাসীর সহযোগিতায় ফায়ার সাভির্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে বাগানের ১ হাজার ২শ’ রাবার গাছের মধ্যে প্রায় ৫শ’ গাছ পুড়ে নষ্ট হয়ে যায়।

জয়ন্ত দেবনাথ বাংলানিউজকে বলেন, যে গাছগুলো আগুনে পুড়েছে তা থেকে আর রাবার উৎপাদন হবে না। গাছগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে। সব মিলিয়ে ২০ লাখ রুপির মতো ক্ষতি হয়েছে।

নাশকত‍া করে তার রাবার বাগানে আগুন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন জয়ন্ত দেবনাথ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসসিএন/জিপি/এমজেএফ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আগরতলা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2017-02-20 05:46:37