ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

পিসিআই এর উদ্যোগে আগরতলায় আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
পিসিআই এর উদ্যোগে আগরতলায় আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তধারা অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত/ ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলায় প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার (পিসিআই) সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) পিসিআই এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যৌথ উদ্যোগে রাজধানীর মুক্তধারা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান সাবেক বিচারপতি সি কে প্রসাদ, ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, পিসিআই এর দুই সদস্য প্রভাত দাশ, এস এন সিনহাসহ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের নেতারা।

এ সময় বিচারপতি সি কে প্রসাদ বলেন, যদি কোনো সংবাদ মাধ্যমের পরিবেশিত সংবাদের দ্বারা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং এর জন্য সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় তবে পিসিআই চুপচাপ বসে থাকবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসসিএন/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।