ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

আগরতলা

আগরতলায় ককবরক দিবসে বর্ণাঢ্য ৠালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আগরতলায় ককবরক দিবসে বর্ণাঢ্য ৠালি আগরতলায় ককবরক দিবসে বর্ণাঢ্য ৠালি

আগরতলা: বিভিন্ন ধর্মের লোকের অংশগ্রহণে আগরতলায় পালিত হয়েছে হয়েছে  ৩৯তম ককবরক দিবস।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবসটি উপলক্ষে আগরতলায় এক বর্ণাঢ্য ৠালি ‍ বের করা হয়।

মিছিলটি রাজধানীর উমাকান্ত ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।

মিছিল শুরুর আগে উমাকান্ত ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া, সংসদ সদস্য জীতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য সন্ধ্যা রানী চাকমা, সমাজ সেবী সলীল দেব্বর্মা প্রমুখ।

মিছিলে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বয়সী উপজাতি নারী-পুরুষ তাদের চিরচরিত পোশাকে সামিল হল।

ত্রিপুরা সরকারের উপজাতি গবেষণা ও সংস্কৃতি কেন্দ্র এবং ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকারের যৌথ উদ্যোগে হয় মিছিলটি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এসসিএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।