bangla news

জাতীয় ভোক্তা দিবসের আগরতলায় আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১২-২৪ ৫:৩৩:৫৭ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আগরতলা: জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) ত্রিপুরা সরকারের খাদ্য, জন সংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতর, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও সদর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের খাদ্য, জন সংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতরের মন্ত্রী ভানু লাল সাহা। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আলোচনাসভা সূচনা করেন তিনি।

কোনো ধরনের পরিকল্পনা ও পরিকাঠামো ঠিক না করে দেশে পুরাতন নোট বাতিল ও ক্যাশ ল্যাস ব্যবস্থা চালু করার জন্য ভারত সরকারের তীব্র সমালোচনা করেন মন্ত্রী ভানু লাল সাহা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এসসিএন/জিপি/পিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-12-24 05:33:57