ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা দিবসে মেগা ঋণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা দিবসে মেগা ঋণ গ্রামীণ ব্যাংকের ৪১তম প্রতিষ্ঠা দিবসে মেগা ঋণ প্রদান শিবিরের

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক মেগা ঋণ প্রদান শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এ শিবির অনুষ্ঠিত হয়।

আগরতলা: ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক মেগা ঋণ প্রদান শিবির অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এ শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের রাজস্ব এবং তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা।

আরও উপস্থিত ছিলেন, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের (এডিসি) মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান উপেন্দ্র সবর প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রী ভানু লাল সাহা বলেন বক্তব্য, সম্প্রতি ভারতে নোট বাতিলে জেরে সাধারণ মানুষের যে হয়রানির মধ্যে পড়েছেন সে জন্য দেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করেন।

নোট বাতিলের পর প্রায় প্রতিদিন নতুন নতুন নীতিমালা প্রণয়ন করায় মানুষের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী ভানু লাল সাহা ঋণ গ্রহীতাদের হাতে ঋণ তুলে দিয়ে মেগা ঋণ প্রদান শিবিরের সূচনা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এসসিএন/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।