ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

আবৃত্তি নন্দন পুরস্কার পাচ্ছেন বাচিক শিল্পী শাওলী রায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আবৃত্তি নন্দন পুরস্কার পাচ্ছেন বাচিক শিল্পী শাওলী রায় বাচিক শিল্পী শাওলী রায়

কলকাতার সুরনন্দর ভারতী থেকে আবৃত্তি নন্দন পুরস্কার পাচ্ছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী শাওলী রায়।

আগরতলা: কলকাতার সুরনন্দর ভারতী থেকে আবৃত্তি নন্দন পুরস্কার পাচ্ছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী শাওলী রায়।

আগামী ১৮ ডিসেম্বর কলকাতার বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচার হলে অনুষ্ঠিত হবে সুরনন্দর ভারতীর ২৩তম সর্ব ভারতীয় সম্মেলন।

এতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, উত্তরপ্রদেশসহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা অংশ নেবেন।

সম্মেলনে দেশের বিভিন্ন স্বনামধন্য শিল্পীদের সম্মান জানানো হবে। এসব শিল্পীদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী শাওলী রায়কে আবৃত্তি নন্দন পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

শাওলী রায়কে এ সম্মান জানানোর খবর আগরতলায় আসতে খুশি শিল্পী মহল। শিল্পী শাওলী রায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ত্রিপুরা শাখার সম্পাদক অমিত ভৌমিকের সহধর্মিনী।  
 
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এসসিএন/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।