ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আগরতলা

সন্ধ্যায় শেষ হচ্ছে হীরালাল সেনগুপ্ত স্মৃতি নাট্য উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
সন্ধ্যায় শেষ হচ্ছে হীরালাল সেনগুপ্ত স্মৃতি নাট্য উৎসব .

আগরতলা ত্রিপুরা রাজ্যের অন্যতম জনপ্রিয় হীরালাল সেনগুপ্ত স্মৃতি নাট্য উৎসব-২০১৬ শেষ হচ্ছে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায়।  

আগরতলা: আগরতলা ত্রিপুরা রাজ্যের অন্যতম জনপ্রিয় হীরালাল সেনগুপ্ত স্মৃতি নাট্য উৎসব-২০১৬ শেষ হচ্ছে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায়।  

রেনেসাঁস কালচারাল ক্যাম্পেইন আয়োজিত এই নাট্য উৎসবের এবছর চতুর্থতম বছর।

এবছর উৎসবে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট ৫টি নাট্য গোষ্ঠী অংশ নিয়েছে।
 
মূলত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকার নাট্য গোষ্ঠীকে এক সঙ্গে রাজধানীতে নাটক প্রদর্শনের সু্যোগ করে দেওয়া। প্রতিদিনই সংস্কৃতি প্রেমী মানুষ ভিড় জমাচ্ছেন নাটক দেখতে।
 
ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর এই উৎসবে সহযোগীতা করছে।

রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত তিন দিনব্যাপী এই নাট্য উৎসব শেষ হবে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায়।
 
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসসিএন/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।