bangla news

আগরতলায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১১-২৮ ৪:৩৯:০৯ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব আগরতলা গ্যালাক্স। সমাজের কল্যাণের অংশ হিসেবে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

আগরতলা: স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব আগরতলা গ্যালাক্স। সমাজের কল্যাণের অংশ হিসেবে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

আগরতলার গণরাজ চৌমুহনী থেকে শুরু করে মহিলা কলেজ পর্যন্ত সোমবার (২৮ নভেম্বর) গ্যালাক্স’র মোট ৩০জন সদস্য রাস্তার দুই পাশ পরিষ্কার করেন। এতে অংশ নেন সাধারণ মানুষও।

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট লায়ন মইনপাল সিং, জোন চেয়ারপারসন লায়ন বিশ্বনাথ দাস প্রমুখ।
 
কর্মসূচি থেকে বছরব্যাপী এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসসিএন/আরআইএস/এটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আগরতলা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2016-11-28 16:39:09