ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

নোট বাতিলের প্রতিবাদে চলছে ১২ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
নোট বাতিলের প্রতিবাদে চলছে ১২ ঘণ্টার হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এক হাজার ও ৫০০  রুপি’র নোট বাতিলের প্রতিবাদে সোমবার (২৮ নভেম্বর) ভারতবর্ষে ১২ ঘণ্টার হরতাল পালন করছে বামফ্রন্ট। এরই ধারাবাহিকতায় ত্রিপুরা রাজ্যেও সর্বাত্মক হরতাল চলছে।

আগরতলা: এক হাজার ও ৫০০  রুপি’র নোট বাতিলের প্রতিবাদে সোমবার (২৮ নভেম্বর) ভারতবর্ষে ১২ ঘণ্টার হরতাল পালন করছে বামফ্রন্ট।

এরই ধারাবাহিকতায় ত্রিপুরা রাজ্যেও সর্বাত্মক হরতাল চলছে।

স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।    

হরতালের কারণে রাজধানী আগরতলাসহ রাজ্যের অন্যান্য শহরের দোকানপাট, স্কুল, কলেজসহ অফিস আদালত বন্ধ রয়েছে।

রাস্তাঘাট ফাঁকা, যানবাহন নেই বললেই চলে। দূরপাল্লাসহ আগরতলার সিটি বাসগুলো বিভিন্ন মোটর স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে।

তবে আগরতলা বিমানবন্দর থেকে প্লেনের পরিষেবা স্বাভাবিক রয়েছে। সোমবার সকাল থেকে রুটিন মেনে প্লেন ওঠা-নামা করছে।

প্লেন যাত্রীদের যাতে যাতায়াতে কোনো ধরনের সমস্যা না হয় সে জন্যে ত্রিপুরা পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। রাজধানীর পশ্চিম আগরতলা থানা থেকে বিমানবন্দর পর্যন্ত বাস পরিষেবা দিচ্ছে রাজ্য পুলিশ।

এ বাসে করে প্লেনের যাত্রীদের পশ্চিম আগরতলা থানা থেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে এবং বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে আসা হচ্ছে।  

এদিকে হরতালের বিরোধিতা করে আগে থেকেই রাজ্য ‍জুড়ে ব্যাপক প্রচারণা চালায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। সোমবারও হরতালের প্রতিবাদে আগরতলা শহরে মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।

মিছিলটি কৃষ্ণনগরের দলীয় কার্যালয় থেকে বের হয়ে কর্নেল চৌমুহনী এলাকায় এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের বচসা বাধে।

এক পর্যায়ে বিজেপির কর্মী-সমর্থকরা রাস্তায় বসে যান। অনেককে আটক করে নিয়ে যায় পুলিশ।

এদিকে হরতালকে কেন্দ্র করে রাজ্যের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের আওতার বাইরে রাখা হয়েছে হাসপাতালসহ সব ধরনের জরুরি পরিষেবা।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসসিএন/ এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।