bangla news

জম্মু-কাশ্মীর সীমান্তে নিহত ত্রিপুরার জওয়ান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১১-২৩ ৬:৩৬:৪১ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া গুলিতে নিহত হয়েছেন ত্রিপুরা রাজ্যের এক ব্যক্তি। নিহত শম্ভু সাতমুড়া ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ১০৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন।

আগরতলা: জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া গুলিতে নিহত হয়েছেন ত্রিপুরা রাজ্যের এক ব্যক্তি। নিহত শম্ভু সাতমুড়া ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ১০৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) জম্মু-কাশ্মীর সীমান্তে প্রহরা দিয়ে ক্যাম্পে ফেরার পথে সীমান্তের ওপার থেকে পাকিস্তানি বাহিনীর গুলিতে তিন ভারতীয় জওয়ান নিহত হন।

নিহত তিনজনে একজন শম্ভু সাতমুড়া বলে বিএসএফ’ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জনিয়েছেন।

নিহতের বাড়ি রাজধানীর সুভাষনগর এলাকায়। শম্ভুর বাড়ি গিয়ে দেখা যায় মৃত জওয়ানের মা বীণা সাতমুড়া ছেলের একটি ছবি নিয়ে অঝোরে কেঁদে যাচ্ছেন, স্ত্রী মাম্পী দাসও কান্নায় ভেঙে পড়েছেন।

খবর পেয়ে বুধবার (২৩ নভেম্বর) দুপুরে শোকার্ত স্বজনদের সান্ত্বনা দিতে শম্ভুর বাড়িতে ছুটে যান স্থানীয় বিধায়ক রামু দাস সহ স্থানীয়রা।

শম্ভু সাতমুড়ার মরদেহ এখনও তার বাড়িতে পৌঁছায়নি। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তার মরদেহ আগরতলায় নেওয়া হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসসিএন/এমজেএফ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-11-23 06:36:41