ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় চলছে কাত্যায়নী পূজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আগরতলায় চলছে কাত্যায়নী পূজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১ অগ্রহায়ণ ১৪২৩ বাংলা, বিশুদ্ধ পঞ্জিকা মেনে ত্রিপুরার রাজধানী আগরতলার দুর্গাবাড়ী মন্দিরে কাত্যায়নী পূজা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পূজার প্রথম দিন ঐতিহ্যবাহী এই মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

আগরতলা: ১ অগ্রহায়ণ ১৪২৩ বাংলা, বিশুদ্ধ পঞ্জিকা মেনে ত্রিপুরার রাজধানী আগরতলার দুর্গাবাড়ী মন্দিরে কাত্যায়নী পূজা শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পূজার প্রথম দিন ঐতিহ্যবাহী এই মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

 

মন্দিরের প্রধান পুরহিত জানান, দেবী দুর্গার আরও একটি রূপ কাত্যায়নী। ঋষি কাত্যায়ন হেমন্ত ঋতুতে দেবী দুর্গার পূজা শুরু করায় এর নাম কাত্যায়নী। সম্পূর্ণ বৈষ্ণব রীতিতে এই পূজা করা হয়ে থাকে। তাই এ পূজায় বলি দেওয়া হয় না। এছাড়া দেবীকে কোনো ধরনের আমিষ ভোগ প্রদান করা হয় না।

ত্রিপুরায় রাজন্য আমলে রাজা পরিক্ষিৎ প্রজাদের মঙ্গলের জন্য এই পূজা শুরু করেন এখনও তা প্রচলিত রয়েছে বলেও জানান তিনি।

আগে রাজ কোষ থেকে পূজার যাবতীয় খরচ বহন করা হতো। আর এখন এর সম্পূর্ণ খরচ বহন করছে ত্রিপুরা সরকার।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসসিএন/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।