bangla news

আগরতলায় ১০ দফা দাবিতে গণ কনভেনশন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১০-৩০ ৭:৪০:২৬ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সপ্তম বেতন কমিশন অনুসারে সবার জন্য উন্নত বেতন ক্রম চালু করা, উন্নত বেতন দিতে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় অর্থ দেওয়া, প্রতি পাঁচ বছরে একবার বেতন পুনর্বিন্যাস করা, কর্মচারীদের আয়কর ছাড়ের সীমা বর্ধিত করাসহ ১০ দফা দাবিতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি রাজ্য ভিত্তিক গণ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

আগরতলা: সপ্তম বেতন কমিশন অনুসারে সবার জন্য উন্নত বেতন ক্রম চালু করা, উন্নত বেতন দিতে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় অর্থ দেওয়া, প্রতি পাঁচ বছরে একবার বেতন পুনর্বিন্যাস করা, কর্মচারীদের আয়কর ছাড়ের সীমা বর্ধিত করাসহ ১০ দফা দাবিতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি রাজ্য ভিত্তিক গণ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) আগরতলা টাউন হলে আয়োজিত এ কনভেনশন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অসীম পাল, সভাপতি সুভাষ সাহা প্রমুখ।

গণ কনভেনশনে সাধারণ সম্পাদক অসীম পাল ১০ দফা দাবিগুলোর যৌক্তিকতার কথা তুলে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

গণ কনভেনশনে রাজ্যের প্রতিটি মহকুমা থেকেই সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসসিএন/আরআইএস/এসএনএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-10-30 07:40:26