bangla news

ত্রিপুরার উপনির্বাচনে বামফ্রন্টের ঝুমু'র মনোনয়ন জমা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১০-২৬ ৭:০১:০৬ এএম
ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

ত্রিপুরা রাজ্যের চার নম্বর বড়জলা তফসিলিজাতি সংরক্ষিত বিধানসভা আসনের উপ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এম) প্রার্থী ঝুমু সরকার।

আগরতলা: ত্রিপুরা রাজ্যের চার নম্বর বড়জলা তফসিলিজাতি সংরক্ষিত বিধানসভা আসনের উপ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এম) প্রার্থী ঝুমু সরকার।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

এদিন প্রথমে দলের কর্মী সমর্থকরা রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মিলিত হন। সেখান থেকে মিছিল নিয়ে প্রথমে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর মহকুমা শাসক (এসডিএম) তথা উপ নির্বাচনের রির্টানিং অফিসার শমিত রায় চৌধুরীর হাতে মনোনয়নপত্র তুলে দেন।
 
মনোনয়নপত্র জমা দেওয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সিপিআই (এম) নেতা শঙ্কর প্রাসাদ দত্ত, রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ত্রী তথা নেত্রী পাঞ্চালী ভট্টাচার্যসহ অন্যরা।
 
প্রার্থী ঝুমু সরকার সংবাদমাধ্যমকে জানান, জয়ের বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত। বামফ্রন্ট সব অংশের মানুষের জন্য কাজ করছে। তাই সবাই বামফ্রন্টকে ক্ষমতায় চাইছে।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসসিএন/জেডএস 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আগরতলা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2016-10-26 07:01:06