ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বাণিজ্যমেলা

বাণিজ্যমেলার সময় বাড়লো ৬ ফেব্রুয়ারি পর্যন্ত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
বাণিজ্যমেলার সময় বাড়লো ৬ ফেব্রুয়ারি পর্যন্ত 

ঢাকা: ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় বাড়ানো হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে ২৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা সচিবালয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব ড. মো: জাফর উদ্দীন।

জাফর উদ্দীন বলেন, আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলে বাণিজ্যমেলা ২ দিন বাড়িয়েছি।

দুটি শুক্রবার মেলা বন্ধ ছিল এ জন্য ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা বাড়ানো হয়েছে। এর জন্য ব্যবসায়ীদের বাড়তি কোনো টাকা দিতে হবে না।  

১ জানুয়ারি সকাল ১০টায় মাসব্যাপী ২৫তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৯০টি প্যাভিলিয়ন ও স্টল অংশ নিয়েছে। মেলায় প্রবেশে প্রাপ্ত বয়স্কদের টিকিটের মূল্য ৪০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের টিকিটের মূল্য ২০ টাকা।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এসএমএকে/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।