ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

সেরা ভ্যাটদাতার সম্মাননা পেলো আরএফএল’র ৩ প্রতিষ্ঠান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
সেরা ভ্যাটদাতার সম্মাননা পেলো আরএফএল’র ৩ প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক চৌধুরী আতিউর রাসুলের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন এনবিআর’র চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

ঢাকা: চলতি বছরের জানুয়ারিতে সম্পন্ন হওয়া ২৪ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সর্বোচ্চ ভ্যাট দেওয়ায় সম্মাননা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী তিন প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিউর রাসুলের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন এনবিআর’র চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

এবারের বাণিজ্যমেলায় সর্বোচ্চ ভ্যাট দেওয়া ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়।

এরমধ্যে আরএফএল গ্রুপের তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এসময় এফবিসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন উপস্থিত ছিলেন।   

আতিউর রাসুল বলেন, ‘সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরই তিনটি প্রতিষ্ঠান। এটি নিঃসন্দেহে গর্বের বিষয়। এ সম্মাননা প্রাণ-আরএফএল গ্রুপকে ভবিষ্যতে আরো এগিয়ে নিতে বলিষ্ট ভূমিকা রাখবে’।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।