ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বাণিজ্যমেলা

৯৯৯ টাকায় ৩ সেট থ্রি-পিস দিচ্ছে আপন টেক্সটাইল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
৯৯৯ টাকায় ৩ সেট থ্রি-পিস দিচ্ছে আপন টেক্সটাইল মেলায় থ্রি-পিস দেখছেন তরুণীরা, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: চলমান মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যেমেলার ১০ দিনে মানুষের ভিড় ছিলো লক্ষ্যণীয়। শনিবার (১৯ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-দশনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে বাণিজ্যমেলা। মেলায় ক্রেতার চাইতে দর্শনার্থীর উপস্থিতিই বেশি।

ক্রেতা আকৃষ্ট করতে মেলায় প্রতিটি স্টলেই চলছে বিভিন্ন রকম অফার। কোনটায় দিচ্ছে একটা কিনলে একটা ফ্রি, আবার কেউ দিচ্ছে মূল্য ছাড়ের অফার।

এমন হরেক রকম অফার দিয়ে ক্রেতাদের দৃষ্টি কাড়তে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। মেলায় থ্রি-পিস দেখছেন তরুণীরা, ছবি: শাকিল আহমেদতবে অফারের সঙ্গে গুণগত মানের পরিধেয় দিচ্ছে আপন টেক্সটাইল। বাণিজ্যমেলার জিপি-৮ স্টলে দেশি-বিদেশি কাপড়ের বিপুল সমাহার নিযে পসরা সাজিয়েছে আপন টেক্সটাইল। এখানেও রয়েছে হুড়োহুড়ি অফার। মাত্র ৯৯৯ টাকায় তিনসেট থ্রি-পিস পাওয়া যাচ্ছে আপন টেক্সট্রাইল থেকে।

আপন টেক্সটাইলের বিক্রেতা আনিস আহমেদ বাংলানিউজকে বলেন, মেলায় হরেক রকম অফার পাবেন। কিন্তু অফারের সঙ্গে ভাল মানের জিনিসের নিশ্চয়তা আমরাই দিচ্ছি। এখানে উন্নতমানে থ্রি পিস পাওয়া যাচ্ছে। ক্রেতাদের থ্রি-পিস দেখাচ্ছেন আপন টেক্সটাইলের বিক্রেতা আনিস আহমেদ।  ছবি: শাকিল আহমেদতাছাড়া আমরা ক্রেতাদের চাহিদা বিবেচনা করে ৯৯৯ টাকায় তিন সেট থ্রি-পিস বিক্রি করছি।

আপন টেক্সটাইলের এই স্টলে পাকিস্তানি লন (থ্রি-পিস) পাওয়া যাচ্ছে ৫৯৯ টাকা এক হাজার ৫০ টাকায়। এছাড়া তিন সেট তাঁতের থ্রি-পিস মাত্র ৫৯৯ টাকায়। রয়েছে আনস্ট্রিজ থ্রি-পিস। সাশ্রয়ী মূল্যের সঙ্গে গুণগত মানেও সেরা বলে দাবি করেন আনিস আহমেদ। মেলায় থ্রি-পিস দেখছেন একজন ক্রেতা, ছবি: শাকিল আহমেদনারীদের ব্যবহার্য্য সব ধরনের আইটেম পাওয়া যাচ্ছে ওই স্টলে। এখানে ক্রেতাদের ভিড়ও একটু বেশি। দেশি-বিদেশী থ্রি-পিসের বিশাল সমাহার।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।