ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বাণিজ্যমেলা

বাণিজ্য মেলায় আয়করের ধারণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বাণিজ্য মেলায় আয়করের ধারণা বাণিজ্য মেলায় আয়করের ধারণা দেওয়া হচ্ছে

ঢাকা: বাণিজ্য মেলায় দর্শনার্থীদের আয়কর, ভ্যাট এবং ব্যবসা সম্পর্কে ধারণা দিচ্ছে গোল্ডেন বাংলাদেশ। ‘সঠিক ধারণা থাকলে আয়কর দেওয়া সহজ’ এ স্লোগানে বিনামূল্যে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, মানুষের মধ্যে আয়কর এবং ভ্যাট সম্পর্কে ভীতি দূর করতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আয়কর সংক্রান্ত শিক্ষা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে ২৫ হাজার স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিচ্ছি।

তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানটির আলাদা একটি ওয়েবসাইট (WWW.goldenbuinessbd.com) রয়েছে। বাণিজ্য মেলার পর আমরা অমর একুশে বই মেলায় দর্শনার্থীদের ফ্রি সেবা দিব।

এছাড়া আয়কর ও ভ্যাট সম্পর্কে আট প্রকার প্রকাশনা রয়েছে, এগুলো পড়লে এ সম্পর্কে কোনো ভয় থাকবে না বলে প্রত্যাশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমএফআই/এসই/আরএ
** বাণিজ্যমেলায় চলছে ৩০ টাকার গল্প!
** জমে উঠেছে স্মার্টফোন ও ট্যাব মেলা
**মেইজু মোবাইল, ট্যাবে ৩ হাজার টাকা ছাড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।