ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

পর্যটন

অক্টোবরে ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের ৬০ ফ্লাইট 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, অক্টোবর ৬, ২০২০
অক্টোবরে ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের ৬০ ফ্লাইট  সৌদি এয়ারলাইন্সের একটি প্লেন

ঢাকা: অক্টোবর মাসে ঢাকা থেকে সৌদি আরবে ৬০টি ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স।  

মঙ্গলবার (৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

 

সৌদি এয়ারলাইন্স জানায়, চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে সৌদি আরবে মোট ৬০টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে নির্ধারিত ফ্লাইট ৪০টি। আর বাকি ২০টি বিশেষ ফ্লাইট।

বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসীদের দ্রুত সৌদি আরবে ফেরাতেই এই অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার তারিক এ আলোয়াইদি।

তিনি বলেন, প্রবাসীদের ফেরাতেই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে সৌদি এয়ারলাইন্স। এতে প্রায় ২২ হাজার প্রবাসী কর্মী সৌদি আরবে ফিরতে পারবেন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
টিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।