ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

পর্যটন

২১ মার্চের বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা সৌদি ফিরবেন বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, সেপ্টেম্বর ২৯, ২০২০
২১ মার্চের বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা সৌদি ফিরবেন বুধবার সংগৃহীত ছবি

ঢাকা: গত ২১ মার্চের বাতিল হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রীরা বুধবার (৩০ সেপ্টেম্বর) সৌদি আরব ফিরবেন।  

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে।

 

বিমান জানিয়েছে, করোনা মহামারির কারণে দেশে এসে গত ২১ মার্চ যেসব প্রবাসীর সৌদি আরব ফেরার কথা ছিল, তাদের জন্য অাগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। কোভিড-১৯ সংক্রান্ত সকল স্বাস্থ্যবিধি মেনে এই ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
টিএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।