ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

পর্যটন

মঙ্গলবার থেকে কুয়ালালামপুরে ইউএস-বাংলার ৩ ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
মঙ্গলবার থেকে কুয়ালালামপুরে ইউএস-বাংলার ৩ ফ্লাইট

ঢাকা: আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।  

সোমবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

করোনাকালীন সাড়ে মাস পর গত ১৬ আগস্ট কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ারলাইন্সটি। শুরুতে সপ্তাহে দুটি ফ্লাইট থাকলেও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সপ্তাহে তিনটি ফ্লাইট চালাবে ইউএস-বাংলা।

বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। এখন বৃহস্পতিবার ও রোববার রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। কুয়ালালামপুর থেকে সোমবার ও শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে। ১ সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে কুয়ালালামপুরে মঙ্গলবার, বৃহস্পতিবার ও রোববার এবং ২ সেপ্টেম্বর কুয়ালালামপুর থেকে ঢাকায় সোমবার, বুধবার ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এখন ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু রুটে সপ্তাহে একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।