ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

পর্যটন

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চালুর প্রস্তাব ভারতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, আগস্ট ২৭, ২০২০
বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চালুর প্রস্তাব ভারতের

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনায় বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার ফ্লাইট পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন ভারতীয় হাইকমিশনার।

সাক্ষাতে রীভা গাঙ্গুলি দাশ করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার প্লেন যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালুর প্রস্তাব দেন। এসময় তিনি ভারতের এয়ার বাবলে যুক্ত হওয়ার বিষয়টি উপস্থাপন করেন।

জবাবে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্লেন যোগাযোগ পুনরায় চালু করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করে বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।