ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

পর্যটন

জেদ্দায় বিমানের বিশেষ ফ্লাইট ২১ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
জেদ্দায় বিমানের বিশেষ ফ্লাইট ২১ আগস্ট

ঢাকা: সৌদি আরবে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে আগামী ২১ আগস্ট (রোববার) জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২১ আগস্ট বিমান জেদ্দা থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগ্রহী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত লিংকে  রেজিস্ট্রেশন  করতে হবে।

এতে আরও বলা হয়, বিজনেস আসনে ভাড়া এডাল্ট তিন হাজার দুইশ সৌদি রিয়াল।

চাইল্ড (১২ বছরের নিচে) মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স । ইনফ্যান্ট (২ বছরের নিচে ) মূল  ভাড়ার  ২৫ শতাংশ ও ট্যাক্স । ফ্রি  ব্যাগেজ দুই পিস সর্বমোট  ৫০ কিলো ও হাতব্যাগ এক পিস সাত কিলো ।

ইকোনমি আসনে ভাড়া এডাল্ট দুই হাজার দুইশ সৌদি রিয়াল। চাইল্ড (১২ বছরের নিচে) মূল ভাড়ার৭৫ শতাংশ ও ট্যাক্স।

ইনফ্যান্ট (২ বছরের নিচে ) মূল ভাড়ার  ২৫ শতাংশ ও ট্যাক্স ।

ফ্রি ব্যাগেজ দুই  পিস সর্বমোট ৮০ কিলো,  হাতব্যাগ এক পিস  সাত কিলো । বিশেষ এক্সেস ব্যাগেজ ২৩ কিলো চারশ সৌদি রিয়াল।

শুধুমাত্র বিমান জেদ্দা অফিস  থেকে রেজিস্ট্রারকৃত

যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট,  ইকামা দেখিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন।  

সৌদি আরব ও বাংলাদেশের সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভ্রমণ করতে হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।