ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

পর্যটন

চার্টার্ড ফ্লাইটে এথেন্স গেলেন ৭১ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, জুলাই ২৭, ২০২০
চার্টার্ড ফ্লাইটে এথেন্স গেলেন ৭১ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন।

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে গ্রিসের এথেন্স গেছেন ৭১ জন বাংলাদেশি নাগরিক।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্লেনটি।

জানা গেছে, করোনা ভাইরাস মহামারির কারণে দেশে এসে আটকা পড়েন বাংলাদেশি বংশোদ্ভূত গ্রিসের রেসিডেন্ট কার্ডধারী নাগরিকরা। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা ইউরোপের এ দেশটিতে ফিরতে পারছিলেন না। দুই দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে তারা ফিরে গেলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।