ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

দুবাইয়ে বিমানের চার্টার্ড ফ্লাইট ৩ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০২০
দুবাইয়ে বিমানের চার্টার্ড ফ্লাইট ৩ জুলাই

ঢাকা: আগামী ৩ জুলাই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। 

বিমানের ওয়েবসাইটে বলা হয়েছে, বিজি ৪১৪৭ ফ্লাইটটি ৩ জুলাই সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গিয়ে দুবাইয়ের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় অবতরণ করবে। ১৫৫ আসনের এই উড়োজাহাজে ১০টি বিজনেস ক্লাস ও ১৪৫টি ইকোনমি ক্লাস রয়েছে।

একমুখী যাত্রায় ইকোনমি ক্লাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৫৮০ ও বিজনেস ক্লাসে ৬৮ হাজার ৮৪০ টাকা।  

ভ্রমণের বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।  

এর আগে, সংযুক্ত আরব আমিরাতে একাধিক চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত এই উড়োজাহাজ সংস্থা।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।