ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

পর্যটন

হোটেল-মোটেলে রেয়াত দেবে পর্যটন করপোরেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, জুন ২৪, ২০২০
হোটেল-মোটেলে রেয়াত দেবে পর্যটন করপোরেশন

ঢাকা: বাংলাদেশ পর্যটন করপোরেশনের কক্সবাজার ও কুয়াকাটার হোটেল-মোটেলে অমৌসুমজনিত রেয়াত দেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই রেয়াত দেওয়া হবে।  বুধবার (২৪ জুন) সংস্থাটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন সংস্থার নিয়ন্ত্রণাধীন কক্সবাজারের হোটেল শৈবাল, মোটেল উপল, মোটেল লাবণী, পর্যটন হলিডে হোমস, কুয়াকাটায় দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিম্নোক্ত হারে অমৌসুমজনিত রেয়াত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পর্যটন হোটেল শৈবাল, কক্সবাজার, পর্যটন মোটেল উপল, কক্সবাজার, পর্যটন মোটেল লাবণী, কক্সবাজার এই তিনটিতে আবাসনের উপর ৫০ শতাংশ রেয়াত দেওয়া হবে।

এছাড়া পর্যটন হলিডে হোমস কুয়াকাটায় এসি কক্ষ ৩০ শতাংশ ও নন এসি কক্ষ ৪০ শতাংশ রেয়াত পাবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ২৪, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।