bangla news

মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ফ্লাইট ৩ জুন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-৩১ ১২:৫৪:৩২ পিএম
যুক্তরাষ্ট্রের পতাকা

যুক্তরাষ্ট্রের পতাকা

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নেওয়ার জন্য পঞ্চম দফায় আরও একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৩ জুন ঢাকা থেকে এ বিশেষ ফ্লাইট নিউইয়র্ক যাবে।

রোববার (৩১ মে) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে প্লেন চলাচল বন্ধ থাকায় এর আগে আরও চার দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঢাকা ত্যাগ করেছেন। প্রথম দফায় গত ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। দ্বিতীয় দফায় ৬ এপ্রিল একটি ফ্লাইটে ৩২২ জন মার্কিন নাগরিক ঢাকা ত্যাগ করেন। তৃতীয় দফায় গত ১৩ এপ্রিল ৩২৮ জন এবং চতুর্থ দফায় ২১ এপ্রিল আরও বেশ কয়েকজন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন।

করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের প্লেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ৩১, ২০২০
টিআর/এফএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-31 12:54:32