ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

করোনা: সোনারগাঁও যাদুঘর-পানাম নগরী বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
করোনা: সোনারগাঁও যাদুঘর-পানাম নগরী বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জ: দেশে করোনা ভাইরাসের হুমকির মুখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও যাদুঘর ও পানাম নগরী দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  

শুক্রবার (২০ মার্চ) থেকে এ নির্দেশ কার্যকর হবে। তবে যাদুঘরের অফিস কার্যক্রম চালু থাকবে বলে নিশ্চিত করেছেন উপ-পরিচালক রবিউল ইসলাম।

রবিউল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব দর্শনার্থীর জন্য ঐতিহ্যবাহী এ পর্যটন স্পটটি বন্ধ ঘোষণা করা হয়েছে । তবে সোনারগাঁও যাদুঘরের অফিস সংক্রান্ত সব কার্যক্রম চালু থাকবে।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এমআরপি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।