bangla news

বরিশালে বিশ্ব পর্যটন দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২৭ ৫:০৫:০৮ পিএম
পর্যটন দিবস উপলক্ষে বরিশালে আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

পর্যটন দিবস উপলক্ষে বরিশালে আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ টুরিজম বোর্ডের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- এস এম ইকবাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলসহ দেশের পর্যটনকেন্দ্রগুলো আজ উন্নত হচ্ছে। দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা বাংলাদেশকে দেখতে আসছে। আমাদের এ অপার সম্ভাবনাময় সম্পদ সবার রক্ষা করতে হবে।

বাংলা‌দেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৭, ২০১৯
এমএস/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-27 17:05:08