ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

পর্যটন

আইসিসিবিতে তিন দিনব্যাপী পর্যটনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আইসিসিবিতে তিন দিনব্যাপী পর্যটনমেলা

ঢাকা: বাংলাদেশের পর্যটনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী অষ্টম এশিয়ান পর্যটনমেলা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে এ মেলা শুরু হয়।  

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, বিমসটেকের সচিব শহিদুল ইসলাম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, ঢাকা ও কাঠমান্ডুতে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো, ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভূবন চন্দ্র বিশ্বাস।  পর্যটনমেলা।                                          ছবি: বাংলানিউজঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।  

আয়োজকরা জানান, আন্তর্জাতিক এ মেলায় সাতটি দেশের ৫৩টি পর্যটন সংস্থার ১১৫টি স্টল অংশ নিয়েছে।  

মাসিক পর্যটন বিচিত্রা আয়োজিত এ মেলা আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় টিকিট কেটে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।