ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

শাহজালাল বিমানবন্দরের নতুন পরিচালক মেহবুব খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, মে ২৮, ২০১৯
শাহজালাল বিমানবন্দরের নতুন পরিচালক মেহবুব খান

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান। তিনি বিদায়ী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুকের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ হতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আর গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুককে বিমান বাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।  

ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খানের এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আব্দুল্লাহ আল ফারুক ২০১৮ সালের ২৫ এপ্রিল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে এ দায়িত্বে ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম।  

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, মে ২৭, ২০১৯
টিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad