ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৭, মে ২৫, ২০১৯
ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার তিন পোলের মাথা এলাকা থেকে মো. রুস্তম আলী প্রকাশ জাহাঙ্গীর (৪৭) নামে এক ট্রেনের টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৬১ আসনের ৫০টি টিকেট উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (২৪ মে) ভোররাতে তাকে গ্রেফতার তিন পোলের মাথা এলাকার কাদের টাওয়ারের সামনে থেকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন।

গ্রেফতার মো. রুস্তম আলী প্রকাশ জাহাঙ্গীর মিরসরাই উপজেলার মিঠানলা এলাকার সেরাজুল হকের ছেলে।

অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ট্রেনের ৬১ আসনের ৫০টি টিকেট কালোবাজারি রুস্তম আলী প্রকাশ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে এসব টিকিট সংগ্রহ করে রুস্তম। তার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।