ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

পর্যটন

নীলাচলে পর্যটকদের আকৃষ্ট করবে ‘অস্তাচল’ পয়েন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
নীলাচলে পর্যটকদের আকৃষ্ট করবে ‘অস্তাচল’ পয়েন্ট নীলাচলে পর্যটকদের আকৃষ্ট করবে ‘অস্তাচল’ পয়েন্ট

বান্দরবান: বান্দরবানে দৃষ্টিনন্দন পর্যটন স্পট নীলাচলে পর্যটকদের আকৃষ্ট করতে অস্তাচল নামে নতুন ভিউ পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। যেখান থেকে আরও সুন্দরভাবে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন পর্যটকরা।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নীলাচলে ভিউ পয়েন্ট অস্তাচলের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।  

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, রেভেনিউ ডেপুটি কালেক্টর নুরে জান্নাত রুমী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আলী নুর খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, নীলাচল পর্যটন কেন্দ্র সারাদেশে অত্যন্ত জনপ্রিয়। এ পর্যটন কেন্দ্রটিকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে নতুন ভিউ পয়েন্ট অস্তাচল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। আশা করছি, পর্যটকরা নীলাচলে এসে আরও ভালোভাবে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।