ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

এভিয়াট্যুর

মুহূর্তেই ৩০ হাজার ফুট নিচে!

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
মুহূর্তেই ৩০ হাজার ফুট নিচে! ছবি: সংগৃহীত

ঢাকা: মুহূর্তেই ত্রিশ হাজার ফুট নিচে নেমে পড়লো অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজের একটি দ্বিতল (ডাবল ডেক) প্লেন। ঘটনার পর প্লেনটি পার্থ বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়।



হঠাৎ নিচে নেমে যাওয়া ঘটনার ‘অভিজ্ঞতা’ অর্জনকারী যাত্রী নাইজেল রির্চাডসন এক টুইটের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে আনেন।

দুবাই থেকে সিডনি আসার পথে কান্তাস এয়ারওয়েজের একটি প্লেন এ ঘটনার মুখোমুখি হয়। তবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই প্লেনটি নিরাপদ অবতরণে সক্ষম হয়।

ওই যাত্রী জানান, কান্তাস এয়ারওয়েজের কিউএফ২ নামে একটি যাত্রীবাহী প্লেন দুবাই থেকে সিডনি যাচ্ছিল। প্লেনটির কেবিনের প্রেসার হঠাৎ কমে গেলে ৩৯ হাজার ফুট থেকে মুহূর্তেই ৯ হাজার ফুটে নেমে আসে।

প্লেন নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে ক্র’রা ঘোষণা দেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই।

এ বিষয়ে কান্তাস এয়ারওয়েজের এক কর্মকর্তা জানান, শীতাতপ যন্ত্রে সমস্যার কারণে এমনটি ঘটেছে। এ সময় প্লেনটি পার্থ থেকে মাত্র এক ঘণ্ট‍া দূরে অবস্থান করছিল।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।