ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

ইউনাইটেডের সেবার মান নিয়ে বিমান মন্ত্রীর অসন্তোষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
ইউনাইটেডের সেবার মান নিয়ে বিমান মন্ত্রীর অসন্তোষ

ঢাকা: দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, ইউনাইটেড এয়ারওয়েজের এয়ারক্রাফটের এয়ারকন্ডিশনিং ও শিডিউল নিয়ে আমার কাছে যাত্রীদের বহু অভিযোগ আসছে।



অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোয় ফ্লাইট পরিচালনার বিষয়ে বৃহস্পতিবার দুপুর বারোটায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় সেবার মান আরো বাড়ানোর জন্য ইউনাইটেড এয়ারওয়েজের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে নিম্নমানের যাত্রীসেবা, যাত্রী হয়রানির অভিযোগ নতুন নয়।   তাছাড়া ঝুঁকিপূর্ণ উড্ডয়নের জন্যও কুখ্যাতি আছে এই বিমান সংস্থাটির। এর আগেও ঝুঁকিপূর্ণ উড্ডয়নের জন্য গ্রাউন্ডেড হয় তাদের  ড্যাশ ৮-১০০ সহ আরও বেশ কয়েকটি উড়োজাহাজ।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।