ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

থাইল্যান্ড

দেশে জঙ্গিবাদের কোনো উত্থানই হতে দেওয়া যাবে না

বকুল খান, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
দেশে জঙ্গিবাদের কোনো উত্থানই হতে দেওয়া যাবে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্পেন: স্পেনে বাংলাদেশ দূতাবাসের নব নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেছেন, আমাদের দেশ ধর্মীয় সম্প্রীতির। এ দেশের মাটিতে কোনো জঙ্গিগোষ্ঠী বা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দেওয়া যাবে না।



তিনি বলেন, দেশে কোনো জঙ্গি বা সন্ত্রাসবাদকে কখনোই আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। সব ধর্মের মানুষ মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধ করেছি। এখানে স্বাধীন দেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। এ দেশ সাম্প্রদায়িক নয়। বঙ্গবন্ধুর বাংলাদেশ অসাম্প্রদায়িক।

সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে স্পেনের মাদ্রিদ পূজা উদযাপন কমিটির উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, হেড অব চ্যাঞ্চেলরি হারুন্ উর রশিদ, কনসুলার জেনারেল এম শাখাওযাত হুসেন, কমার্স কাউন্সিলর নাভিদ শাফিউল্লাহ, প্রথম সচিব শরিফুল ইসলাম, কমিউনিটি নেতা আক্তার হুসেন আতা, জাকির হুসেন, মিনহাজুল আলম মামুন, এ কে এম জহিরুল ইস্লাম, পারথ সারথি দাস, জয় দেব পদ্দার, কাজল ছন্দ্র, রুবেল চক্রবর্তী আ ওনিক সাহা, তাপস দেবনাথ, শঙ্কর পোদ্দার, শিমুল রয়েল চক্রবর্তী দীপক পল, সুশীল সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ

welcome-ad