ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

টেনিস

করোনায় আক্রান্ত নোভাক জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, জুন ২৩, ২০২০
করোনায় আক্রান্ত নোভাক জোকোভিচ করোনায় আক্রান্ত নোভাক জোকোভিচ

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন নোভাক জোকোভিচ। টেসিন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় তারকা হিসেবেই কোভিড-১৯ এ পজিটিভ হলেন বিশ্বের এক নাম্বার পুরুষ এই খেলোয়াড়।

সম্প্রতি জোকোভিচের আয়োজনের জোকোভিচেস আদরিয়া ট্যুর প্রতিযোগিতায় অংশ নিয়ে গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিক ও ভিক্তর ত্রইককির করোনা পজিটিভ হয়েছিলেন। যেখানে বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের পর বেলগ্রেডে স্বদেশি ত্রইককির সঙ্গে প্রথমবার মাঠে নেমেছিলেন জোকোভিচও।

করোনা সংক্রমণের খবরটি এক বিবৃতিতে মঙ্গলবার নিজেই জানান সার্বিয়ান তারকা জোকোভিচ।

জোকোভিচ যে ম্যাচটি খেলেছিলেন সেখানে ৪ হাজারের বেশি দর্শক হয়েছিল। আর এ ম্যাচের পর বিভিন্ন স্থির চিত্রে তাকে নাইটক্লাবে অন্য খেলোয়াড়দের সঙ্গে নাচতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ