ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

টেনিস

ফেদেরারকে বিদায় করে ফাইনালে জোকোভিচ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ফেদেরারকে বিদায় করে ফাইনালে জোকোভিচ  জোকোভিচ ও ফেদেরার

আরেকবার টানা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে এক পা এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। হাইভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা সরাসরি সেটে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার ফেদেরারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। 

মেলবোর্ন পার্কের সেমিফাইনালে দ্বিতীয় বাছাই জোকোভিচ শুরুটা অত ভালো করতে পারেননি। ১-৪ ব্যবধানে পিছিয়ে পড়েন ওপেনিং সেটে।

কিন্তু সেখান থেকে টাইব্রেকারে জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ৩২ বছর বয়সী তারকা। শেষ পর্যন্ত জোকোভিচ ৭-৬ (৭-১), ৬-৪ ও ৬-৩ গেমে হারান সুইস তারকা ফেদেরারকে।  

এ জয়ে ৩৮ বছর বয়সী ফেদেরারের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন জোকোভিচ। দুই তারকার ৫০তম সাক্ষাতে ২৩বার জিতেছেন তৃতীয় বাছাই ফেদেরার। বিপরীতে জোকোভিচের জয় ২৭টি। তার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনে পাঁচবারের সাক্ষাতে প্রত্যেকবার জয় পেয়েছেন ‘জোকার’।  

রোববার (০২ ফেব্রুয়ারি) বছরের প্রথম ও নিজের ১৭তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে জোকোভিচ মুখোমুখি হবেন ডমিনিক থিয়েম অথবা আলেক্সান্দার জাভরেভের। শুক্রবার (৩১ জানুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে লড়বেন থিমেম-জাভরেভ।  

জোকোভিচের ১৬টি গ্র্যান্ড স্ল্যামের সাতটি এসেছে অস্ট্রেলিয়ান ওপেন থেকে। গত আসরে রাফায়েল নাদালকে হারিয়ে শিরোপা জেতেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ