ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

টেনিস

দ্বিতীয় রাউন্ডে ফেদেরার, গরম-অস্বস্তিতে জোকারের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৫, আগস্ট ২৯, ২০১৮
দ্বিতীয় রাউন্ডে ফেদেরার, গরম-অস্বস্তিতে জোকারের জয় দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তাপদাহের মধ্যে চলছে ইউএস ওপেনের খেলা। এতে গরম আর অস্বস্তিতে খেলতে হচ্ছে তারকা খেলোয়াড়দের। যদিও সহজ জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার। তবে কিছুটা অসুস্থ অনুভব করা নোভাক জোকোভিচ জয় পেতে ঘাম ঝরিয়েছেন।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩২ ডিগ্রি সেলসিয়াস গরমে জাপানের ইয়োশিহিতো নিশিয়োকার বিপক্ষে প্রথম তিন সেটে জয় তুলে দ্বিতীয় রাউন্ডে পাড়ি দিয়েছেন বর্তমান বিশ্বের দুই নম্বর তারকা ফেদেরার। জয় পান ৬-২, ৬-২ ও ৬-৪ গেমে।

তৃতীয় রাউন্ডের লক্ষ্যে ফরাসি খেলোয়াড় বেনোইত পাইরের বিপক্ষে কোর্টে নামবেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক এই সুইস কিংবদন্তি।

এদিকে অপর ম্যাচে সাবেক নাম্বার ওয়ান জোকোভিচ গরমে অতিষ্ট হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি তার প্রতিপক্ষ মারটন ফুসোভিচ আইস বাথও নেন। তবে শেষ পর্যন্ত জোকার ৬-৩, ৩-৬, ৬-৪ ও ৬-০ গেমে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ