ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

তারার ফুল

মোনালিসা তখন-এখন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৯, এপ্রিল ২০, ২০১৬
মোনালিসা তখন-এখন

আগের মতোই আছে? নাকি বদলেছে? চেনা মানুষকে অনেকদিন পর দেখলে এই সমীকরণই খোঁজা হয় প্রথমে। আর তিনি যদি তারকা হন তাহলে আলোচনাটা ছড়িয়ে পড়ে অনেকের মাঝে।

এই যেমন মোনালিসাকে নিয়ে চলছে আলোচনা।  চার বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী কিন্তু আগের মতোই আছেন।  

সেই হাসি, সেই লাবণ্য আজও বর্তমান। তার পুরনো ছবিগুলো দেখলে ভক্তদের মতো তিনিও নিশ্চয়ই নস্টালজিয়ায় ডুবে যান।  ভক্তদের প্রত্যাশা, মোনালিসা আগের মতোই নিয়মিত কাজ করবেন। মোনালিসার পুরনো ও বর্তমান কয়েকটি ছবি নিয়ে এই আয়োজন।


* ১৯৯৭ সাল থেকে কাজ করছেন মোনালিসা। তখন মাত্র সপ্তম শ্রেণীর ছাত্রী তিনি।  


* বিজ্ঞাপনচিত্র দিয়ে শুরু করে পরবর্তীতে নাটক ও টেলিছবিতে দর্শকপ্রিয়তা পান মোনালিসা।  


* সর্বশেষ মাসুদ সেজানের পরিচালনায় ‘সুখটান’ নাটকে দেখা গেছে তাকে।  আগামী রোজার ঈদ উপলক্ষে আবার অভিনয় করবেন তিনি।  


* আমেরিকায় বাংলা টিভি চ্যানেল টাইম টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ও পরিচালকের দায়িত্বে আছেন মোনালিসা।  

বাংলাদেশ সময় : ০৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ