ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তারার ফুল

ফিরে দেখা ২০১৫ : বিশ্বসংগীত

শীর্ষ গান, অ্যালবাম, শিল্পী ও আলোচিত

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
শীর্ষ গান, অ্যালবাম, শিল্পী ও আলোচিত

বিশ্বসংগীতাঙ্গনের জন্য এ বছরটা ছিলো ঘটনাবহুল। শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি সাফল্যের মুখ দেখেছেন মার্কিন গায়িকা টেলর সুইফট।

তার ‘নাইনটিন এইটি নাইন’ অ্যালবামটি সাড়া জাগিয়েছে। একক গানের মধ্যে মার্ক রনসন ও ব্রুনো মার্সের যুগলবন্দি ‘আপটাউন ফাঙ্ক’ শ্রোতাদের মাতিয়েছে বেশি। চলচ্চিত্রের গানের অ্যালবামের মধ্যে ‘ফিফটি শেডস অব গ্রে’ ছিলো বেশি সফল। নবীনদের মধ্যে ফেটি ওয়াপ নজর কেড়েছেন সবার।

২০১৪ সালে ৬ ডিসেম্বর থেকে গত ২৮ নভেম্বর পর্যন্ত বিক্রি, জনপ্রিয়তা ও অন্যান্য দিক হিসাব করে বিলবোর্ড সাজিয়েছে তাদের বর্ষশেষের চার্ট। এক ঝলকে দেখে নিন বিশ্বসংগীতে এ বছর কারা ছিলেন সফল। আর কোন গানগুলো বেশি সময় ধরে মাতিয়েছে শ্রোতাদের।

আলোচিত

অ্যাডেল : চলতি বছরটা অনেকাংশেই অ্যাডেলের। ‘হ্যালো’ গানের মাধ্যমে চার বছর পর তিনি ফিরেছেন বিশ্বসংগীতাঙ্গনে। এই গান নিয়ে প্রকাশিত তার নতুন অ্যালবাম ‘টোয়েন্টি ফাইভ’-এর ৫০ লাখ কপি বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ ছাড়া তার ‘টোয়েন্টি ওয়ান’ (২০১১) বিলবোর্ডের দৃষ্টিতে সর্বকালের সেরা অ্যালবামের স্বীকৃতি পেয়েছে।

ওয়ান ডিরেকশনে ভাঙন : বিশ্বসংগীতে এ বছরের সবচেয়ে হতাশার ব্যাপার হলো ওয়ান ডিরেকশনের ভাঙন। গত ২৫ মার্চ ইংলিশ-আইরিম পপ ব্যান্ডটি ছেড়ে বেরিয়ে গেছেন জাইন ম্যালিক। এখন টিকে আছেন নিয়াল হোরান, লিয়াম পেইন, হ্যারি স্টাইলস ও লুইস টমলিনসন।

জাস্টিন বিবার : ভালোবাসা ও ধিক্কার- এ বছর দুটোই একসঙ্গে পেয়েছেন জাস্টিন বিবার! মার্কিন গায়িকা সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্কের ছাড়াছাড়ি বিষয়ক খবরে আলোচিত ছিলেন তিনি। এ ছাড়া তার ‘পারপাস’ অ্যালবামটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে টপচার্টের শীর্ষে চলে আসে।

এলভিস প্রিসলি : রয়েল ফিলারমোনিক অর্কেস্ট্রার আয়োজনে এলভিস প্রিসলির গানের নতুন সংস্করণ ‘ইফ আই ক্যান ড্রিম’ প্রকাশের পরপরই বিক্রির দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্থান দখল করে।

কেটি পেরি : বছরজুড়ে আলোচিত ছিলেন মার্কিন গায়িকা কেটি পেরি। ফোর্বসের হিসাবে, গত ১২ মাসে বিভিন্ন সৌন্দর্য প্রসাধনী প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি থেকে সাড়ে ১৩ কোটি মার্কিন ডলার আয় করেছেন তিনি। এ অঙ্ক আরেক মার্কিন গায়িকা টেলর সুইফটের আয়ের চেয়েও বেশি।

ড্রেক : ২০১৫ সালে স্পটিফাইয়ে সবচেয়ে বেশিবার (১৮ কোটি বার) বেজেছে ড্রেকের গান। ২৯ বছর বয়সী কানাডিয়ান এই র‌্যাপারের কাছে হেরেছে এড শিরান, দ্য উইকেন্ড, মেরুন ফাইভ ও কানইয়ে ওয়েস্ট।

শীর্ষ ১০ গায়িকা

১. টেলর সুইফট। ২. মেগান ট্রেইনর। ৩. নিকি মিনাজ। ৪. আরিয়ানা গ্র্যান্ড। ৫. সেলেনা গোমেজ। ৬. এলি গোল্ডিং। ৭. কেটি পেরি। ৮. বিয়ন্সে। ৯. রিয়ান্না। ১০. টোভ লো।

শীর্ষ ১০ গায়ক
১. এড শিরান। ২. দ্য উইকেন্ড। ৩. ড্রেক। ৪. ফেটি ওয়াপ। ৫. স্যাম স্মিথ। ৬. মার্ক রনসন। ৭. লুক ব্রায়ান। ৮. জাস্টিন বিবার। ৯. উইজ খলিফা। ১০. হোজিয়ার।

শীর্ষ ১০ শিল্পী
১. টেলর সুইফট। ২. এড শিরান। ৩. দ্য উইকেন্ড। ৪. ড্রেক। ৫. ওয়ান ডিরেকশন। ৬. মেরুন ফাইভ। ৭. মেগান ট্রেইনর। ৮. ফেটি ওয়াপ। ৯. স্যাম স্মিথ। ১০. নিকি মিনাজ।

শীর্ষ ১০ ব্যান্ড
১. ওয়ান ডিরেকশন। ২. মেরুন ফাইভ। ৩. ওয়াক দ্য মুন। ৪. ফল আউট বয়। ৫. ফ্লোরিডা জর্জিয়া লাইন। ৬. দ্য রোলিং স্টোনস। ৭. ইউটু। ৮. রেই স্রেমার্ড। ৯. ফাইভ সেকেন্ডস অব সামার। ১০. জ্যাক ব্রাউন ব্যান্ড।

শীর্ষ ১০ নবীন
১. ফেটি ওয়াপ। ২. হোজিয়ার। ৩. স্যাম হান্ট। ৪. সাইলেন্টো। ৫. ওএমআই। ৬. র‌্যাচেল প্লাটেন। ৭. চার্লি পুথ। ৮. এক্স-অ্যাম্বাসেডরস। ৯. টি-ওয়েইন। ১০. এলি কিং।

শীর্ষ ১০ সিঙ্গেলস

১. আপটাউন ফাঙ্ক-মার্ক রনসন ফিচারিং ব্রুনো মার্স
২. থিংকিং আউট লাউড-এড শিরান
৩. সি ইউ অ্যাগেইন-উইজ খলিফা ফিচারিং চার্লি পুথ
৪. ট্র্যাপ কুইন-ফেটি ওয়াপ
৫. সুগার-মেরুন ফাইভ
৬. শাট আপ অ্যান্ড ড্যান্স-ওয়াক দ্য মুন
৭. ব্ল্যাঙ্ক স্পেস-টেলর সুইফট
৮. ওয়াচ মি-সাইলেন্টো
৯. আর্নড ইট (ফিফটি শেডস অব গ্রে)-দ্য উইকেন্ড
১০. দ্য হিলস-দ্য উইকেন্ড

শীর্ষ ১০ অ্যালবাম

১. নাইনটিন এইটি নাইন-টেলর সুইফট
২. এক্স-এড শিরান
৩. ইন দ্য লোনলি আওয়ার-স্যাম স্মিথ
৪. ইফ ইউ আর রিডিং দিস ইট’স ঠু লেট-ড্রেক
৫. টাইটেল-মেগান ট্রেইনর
৬. ভি-মেরুন ফাইভ
৭. দ্য পিঙ্কপ্রিন্ট-নিকি মিনাজ
৮. ২০১৪ ফরেস্ট হিলস ড্রাইভ-জে. কোল
৯. ফিফটি শেডস অব গ্রে-ছবির গানের অ্যালবাম
১০. ফোর-ওয়ান ডিরেকশন

শীর্ষ ১০ রক গান
১. আপটাউন ফাঙ্ক-মার্ক রনসন ফিচারিং ব্রুনো মার্স
২. শাট আপ অ্যান্ড ড্যান্স-ওয়াক দ্য মুন। ৩. কান্ট ফিল মাই ফেস-দ্য উইকেন্ড। ৪. ব্যাড ব্লাড-টেলর সুইফট। ৫. সুপার-মেরুন ফাইভ। ৬. ব্ল্যাঙ্ক স্পেস-টেলর সুইফট। ৭. সি ইউ অ্যাগেইন-উইজ খলিফা ফিচারিং চার্লি পুথ। ৮. লিয়ন অন (টাই)-মেজর লেজার ও ডিজে স্নেক ফিচারিং এমজিরো। ৯. লাভ মি লাইক ইউ ডু-এলি গোল্ডিং। ১০. থিংকিং আউট লাউড-এড শিরান।

শীর্ষ ১০ রক গান

১. শাট আপ অ্যান্ড ড্যান্স-ওয়াক দ্য মুন
২. টেক মি টু চার্চ-হোজিয়ার। ৩. সেঞ্চুরিস-ফল আউট বয়। ৪. উমা থারম্যান-ফল আউট বয়। ৫. রেনিগেডস-এক্স অ্যাম্বাসেডরস। ৬. এক্স’স অ্যান্ড ওহ’স-এলি কিং। ৭. বুদাপেস্ট-জর্জ এজরা। ৮. রিপটাইড-ভ্যান্স জয়। ৯. আই বেট মাই লাইফ-ইমাজিন ড্রাগন্স। ১০. স্টোলেন ড্যান্স-মিল্কি চ্যান্স

শীর্ষ ১০ রক অ্যালবাম

১. গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি: অসাম মিক্স ভলিউম. ওয়ান
২. হোজিয়ার-হোজিয়ার। ৩. আমেরিকান বিউটি/আমেরিকান সাইকো-ফল আউট বয়। ৪. রক অর বাস্ট-এসি/ডিসি। ৫. ওয়াইল্ডার মাইন্ড-মামফোর্ড অ্যান্ড সানস। ৬. স্মোক+মিররস-ইমাজিন ড্রাগন্স। ৭. ব্লারিফেস-টোয়েন্টি ওয়ান পাইলটস। ৮. ফার্স্ট কিস-কিড রক। ৯. নো ফিক্সড অ্যাড্রেস-নিকেলব্যাক। ১০. ডার্ক বিফোর ডন-ব্রেকিং বেঞ্জামিন

শীর্ষ ১০ হার্ডরক অ্যালবাম
১. রক অর বাস্ট-এসি/ডিসি।
২. নো ফিক্সড অ্যাড্রেস-নিকেলব্যাক। ৩. সনিক হাইওয়েস (ছবির গানের অ্যালবাম)-ফু ফাইটার্স। ৪. ডার্ক বিফোর ডন-ব্রেকিং বেঞ্জামিন। ৫. গট ইউর সিক্স-ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ। ৬. ইমমর্টালাইজড-ডিস্টার্বড। ৭. পয়েন্ট ফাইভ: দ্য গ্রে চ্যাপ্টার-স্লিপনট। ৮. ব্ল্যাক উইডো-ইন দিস মোমেন্ট। ৯. ইনটু দ্য ওয়াইল্ড লাইফ-হেলস্টর্ম। ১০. দ্য বুক অব সোলস-আয়রন মেডেন।


মৃত্যু

‘টাইটানিক’ ছবির সুরকার জেমস হর্নার (২২ জুন), ব্লুজ কিংবদন্তি বি.বি. কিং (১৪ মে), প্রয়াত গায়িকা হুইটনি হাউস্টনের কন্যা ববি ক্রিস্টিনা ব্রাউন (২৬ জুলাই), জন লেননের প্রথম স্ত্রী সিনথিয়া লেনন (১ এপ্রিল)।


বিচ্ছেদ

জেন স্টেফানি-গ্যাভিন রসডেল (১৩ বছর, আগস্ট), জাইন ম্যালিক-পেরি এডওয়ার্ডস (গ্রীষ্মকাল), ব্লেক শেলটন-মিরান্ডা ল্যাম্বার্ট (জুলাই), লিল ওয়েন-ক্রিস্টিনা মিলান (এক বছর, সেপ্টেম্বর), ব্রিটনি স্পিয়ার্স-চার্লি ইবারসল (জুন), নিক জোনাস-অলিভিয়া কালপো (জুন), গিগি হ্যাডিড-কোডি সিম্পসন (মে), মাইলি সাইরাস-প্যাট্রিক শোয়ার্জনেগার (এপ্রিল), আরিয়ানা গ্র্যান্ড-বিগ শন (এপ্রিল), এড শিরান-অ্যাথিনা আন্ড্রেলস (মার্চ), লুইস টমলিনসন-ইলিনর ক্যালডার (মার্চ), নিকোল শেরজিঙ্গার-লুইস হ্যামিলটন (ফেব্রুয়ারি), ম্যান্ডি মুর-রায়ান অ্যাডামস (৬ বছর, জানুয়ারি)।

বাংলাদেশ সময় : ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ