ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

তারার ফুল

জেদ থেকে শুরু মেঘলার

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
জেদ থেকে শুরু মেঘলার মেঘলা / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেদ মাঝে মধ্যে ইতিবাচকও হয়। মডেল-অভিনেত্রী মেঘলা মিজানের বেলায়ও জেদ কাজে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে জেদ করেই বিনোদন অঙ্গনে আসেন তিনি। সেটা ২০১১ সালের কথা। আড্ডায় বন্ধুরা তাকে উদ্দেশ্য করে বলে উঠেছিল, ‘তোকে দিয়ে আর যা-ই হোক, মডেলিং হবে না!’ এ কথা শোনার পর মেঘলার জেদ হলো। এরপরই মনে মনে বিনোদনের রঙিন দুনিয়ায় কাজ করার স্বপ্ন বুনতে থাকেন।

ওই বছরেই র‌্যাম্প মডেল বুলবুল টুম্পার কাছে গ্রুমিং স্কুলে ভর্তি হয়ে যান মেঘলা। এরপর র‌্যাম্প মডেল হিসেবে কাজ শুরু করেন। ঢাকা ফ্যাশন উইক, আপন জুয়েলার্স বৈশাখী শো, ঢাকার ৪০০ বছর, ব্রাইডালের মতো বেশকিছু ফ্যাশন শোতে ক্যাটওয়াক করতে দেখা গেছে তাকে।

র‌্যাম্প মডেলের আঙিনা থেকে মেঘলা পৌঁছে গেছেন রূপালি পর্দায়। কয়েক মাস আগে দুই বাংলায় মুক্তি পাওয়া ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে জুলি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেন ভারতের অশোক পাতি। সহযোগী পরিচালক হিসেবে ছিলেন অনন্য মামুন। এতে ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা অঙ্কুশের সঙ্গে অভিনয়ের সুযোগ ঘটে তার।

মেঘলার বাড়ি পটুয়াখালীতে। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পঞ্চম সেমিস্টারে পড়ছেন তিনি। র‌্যাম্প মডেল হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশীয় পোশাকের মডেল হয়েছেন, বিলবোর্ডে আছে তার মুখ। আড়ংয়ের বিলবোর্ডে তার ছবি চোখে পড়ে অনন্য মামুনের। এর কিছুদিন পর কলকাতায় অডিশনের জন্য ডাক

পড়ে তার। ওইসময় কলকাতায় কেনাকাটা করতেই গিয়েছিলেন তিনি। কেনাকাটা আর অডিশন- এক ঢিলে দুই পাখি মেরে এলেন! ‘সারাদিন ফটোসেশন আর ক্যামেরার সামনেই আমার সম্পর্কে নানা কথা জানতে চাইলেন সংশ্লিষ্টরা। আমি তো ভেবেছিলাম কোনো বিজ্ঞাপনের কাজ। পরে শুনি, আমাকে চূড়ান্ত করা হয়েছে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির জন্য। ’

কয়েকদিন আগে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মেঘলা। নাম ‘ফার্স্ট লাভ’। সাইফুল ইসলাম অনিকের পরিচালনায় শিগগিরই এর দৃশ্যধারণ হবে লন্ডনে। এখানে তার সহশিল্পী নবাগত ইমরান হোসেন। ছবিটিতে মেঘলার চরিত্রের নাম বৃষ্টি। তিনি জানান, ‘প্রতিদিন আয়নার সামনে অভিনয়ের অনুশীলন করছি। প্রথম ছবিতে কাজ করতে গিয়ে স্নায়ুচাপে ভুগতাম। এখন সেই ভয়টা কেটে গেছে। ’

মেঘলার লক্ষ্য এখন বড়পর্দায় প্রতিষ্ঠিত হওয়া। তিনি বললেন, ‘নিয়মিত অভিনয় করতে চাই। অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মেছে আমার। যতদিন সম্ভব কাজ করে সবার মন জয় করতে চাই। ’

বাংলাদেশ সময় :  ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ