ঢাকা, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

দেখে স্কেচ মনেই হবে না

আফসানা রীপা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
দেখে স্কেচ মনেই হবে না (বাঁ থেকে) অমিতাভ বচ্চন , অ্যাঞ্জেলিনা জোলি ও শাহরুখ খান

পাঠকদের জন্য আজকের আয়োজনে রাখা হলো হলি-বলি তারকাদের কিছু ছবি। কি কথাটি শুনে মুখ ভেংচি দিয়ে বলতেই পারেন এ আবার নতুন কি।

নতুনত্ব না থাকলে কি এতো ঘটা করে বলা হতো? তারকাদের ছবিতো আমরা হরহামেশাই দেখি। কিন্তু পেন্সিল আর রঙতুলির আচড়েও যে তাদের এতো জীবন্তভাবে ফুটিয়ে তোলা যায় দেখলে নিজের চোখকেও বিশ্বাস করা দায়।

তাহলে নিজের চোখকে বিশ্বাস করাতে এক নজরে দেখে নিন এমনই কিছু তারকার ছবি যেগুলো একজন শিল্পী তার নিপুন শৈলীর মাধ্যমে ফুটিয়ে তু লেছেন ক্যানভাসে। সেইসঙ্গে জেনে নিন সেই তারকাদের কিছু জনপ্রিয় উক্তি।

জ্যাক নিকোলসন
মার্কিন অভিনেতা জ্যাক নিকোলসনের স্কেচ এটি। তিনি ‘ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকুস নেস্ট’ ও ‘অ্যাস গুড অ্যাস ইট গেটস’ ছবিতে অভিনয়ের জন্য দুবার শ্যেষ্ঠ অভিনেতা হিসেবে একাডেমিক পুরস্কার পান। তার একটি জনপ্রিয় কথা হলো, ‘যখন আমার চোখে সানগ্লাস থাকে তখন মনে হয় না আমিই জ্যাক নিকোলসন, কিন্তু সানগ্লাস ছাড়া নিজেকে ৬০ বছর বয়সী বৃদ্ধ মনে হয়। ’

হিউ জ্যাকসন
ছবির এই অভিনেতাকে কে না চেনেন। এক্সম্যান সিরিজের নিয়মিত অভিনেতা হিউ জ্যাকসন তিনি। অস্ট্রেলিয়ান এই অভিনেতা ‘দ্য বয় ফ্রম ওজেট’ ছবিতে অভিনয়ের জন্য টনি অ্যাওয়ার্ড পান। তার একটি জনপ্রিয় কথা হলো, ‘আপনার স্ত্রী সবসময় সঠিক। খুবই সহজ কথা। ভাবছি এই কথাটা ট্যাটু হিসেবে নিজের কপালে লেখাব। ’

অমিতাভ বচ্চন
ছবির এই ব্যক্তিকে নতুন করে পরিচয় করানোর কিছূ নেই। বলিউড এই শাহেনশাহ যার হাজারো সংলাপ আজও মানুষের মুখে মুখে। তার বাস্তব জীবনের একটি জনপ্রিয় উক্তি হলো, ‘আমাদের সকলের এই কথা মানা উচিৎ যে, আমাদের সকলেরই বয়স হবে, আর বয়স কথনো ধোকা দেয়না। ’

পল ওয়াকার
স্কেচটি প্রয়াত মার্কিন অভিনেতা পল ওয়াকারের। তিনি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিরিজের নিয়মিত একজন অভিনেতা। মাত্র ৪০ বছর বয়সে ৩০ নভেম্বর ২০১৩ সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান। তারা অভিনীত ছবিগলোর মধ্যে আছে ‘নোয়েল’, ‘টাইমলাইন’, ‘ইন্টু দ্য ব্লু’, ‘টেকারস’, ‘ফাস্ট ফাইভ’ এর মতো আরো অনেক ছবি। প্রয়াত এই অভিনেতার স্মরনীয় বানী হলো, ‘আপনি কি জানেন, যে সকল মানুষকে আপনি ভালোবাসেন যারা সুখী ও সুস্থ। কিন্তু এসব আসলে লোক দেখানো। ’

মাইকেল জর্ডান
ছবির এই ব্যাক্তি মাইকেল জর্ডান যিনি এমজে নামেই বেশি জনপ্রিয়। অামেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়ার তিনি। এছাড়াও একজন ব্যাবসায়ী ও চর্লোট অর্নেটস বাস্কেটবল টীমের চেয়ারম্যান তিনি। তিনি বলেছেন, ‘আমি আমার জীবনে একবার ব্যার্থ হয়েছি, এরপর আবার ব্যার্থ হয়েছি, আবারো ব্যার্থ হয়েছি আর আজ আমার সফলতার কারন এটাই। ’

বব মার্লে
এই স্কেচটি জ্যামাইকান প্রয়াত গায়ক বব মার্লের। ১৯৮১ সালের ১১ মে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান তিনি। তার জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘লিজেন্ড’ অ্যালবামটি এটি আজও জনপ্রিয়। ২০০৬ সালে প্রয়াত এই গায়কের প্রতি সম্মানস্বরুপ নিউইয়র্কের কিংস্টোন স্টেডিয়ামে একটি স্ট্যাচু স্থাপনা করা হয়। তার একটি জনপ্রিয় উক্তি হলো, ‘এটাই সত্য যে, সবাই আপনাকে কষ্ট দিতে চায়। তবে আপনি সেই কষ্টটা খুজে বের করুন যেটা আপনাকে বেশি আঘাত করেছে। ’

অ্যাঞ্জেলিনা জোলি
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির ছবি এটি। ‘ম্যালফিসেন্ট’ ছবিতে তাকে এইমন বেশে দেখা গিয়েছিলো। ছবিটি এবছর ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করে। তার জনপ্রিয় একটি উক্তি হলো, ‘যেটা আমাকে আশ্যয় দিতে পারে সেটা আমাকে ধ্বংসও করতে পারে। ’

শাহরুখ খান
বলিউড বাদশাহ শাহরুখ খানের ছবি এটি। শুধু বলউডেই নয় পুরো বিশ্বজুড়েই আছে যার ভক্ত। সেই ভক্তদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘সফলতা কখনো ভালো কিছু শেখাতে পারেনা, তবে ব্যার্থতা তোমাকে নম্র হতে শেখায়। ’

হেলেনা ক্রিস্টেনসেন
ছবিটি হলো মডেল ও আলোকচিত্রী হেলেনা ক্রিস্টেনসেনের। ৪৫ বছর বয়সী এই মডেল ‘ভিক্টোরিয়াস সিক্রেটেএঞ্জল’ ও ‘বউটি কুইন’ প্রতিযোগীতার বিজয়ী। তার মতে, ‘আমি খুব উচু একটি পাহাড়ে জন্মেছিলাম, এরপর সেই থেকে আমি আমার উচ্চতাকে ধরে রেখেছি। ’

বাংলাদেশ সময় : ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ