ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তারার ফুল

সোনিয়া সোনিয়ার মতো

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
সোনিয়া সোনিয়ার মতো সোনিয়া হোসেন / ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেউ বলে অপু বিশ্বাসের ছায়া আছে। কেউ বলে মুখটা তারিনের মতো।

প্রায়ই এসব শুনতে হয় সোনিয়া হোসেনকে। কিন্তু তার ভাষ্য, ‘আমি আমার মতো। ’

সোনিয়ার কথা মনে আছে তো? সেই ২০০৩ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার শীর্ষ পাঁচে স্থান পেয়েছিলেন। তখন সবে ও-লেভেলে উঠেছেন। প্রতিযোগিতা থেকে বের হয়ে এশিয়াটিক, ইউনিলিভারসহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যের মডেল হিসেবে বিলবোর্ডে জায়গা করে নেয় তার ছবি। এর দুই বছর পরই ইন্তেখার দিনার ও জয়া আহসানের সঙ্গে ‘প্রেমে পড়ার গল্প’ নাটকে অভিনয়ের সুযোগ পেয়ে যান। ২০০৫ সালের ভালোবাসা দিবসে প্রচারিত এ নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি। এটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন সেলিম।

এরপর বেশকিছু কাজ করেন সোনিয়া। এর মধ্যে ছবিয়াল থেকে ‘হেনা’, আদনান আল রাজীবের ‘উচ্চতর পদার্থ বিজ্ঞান’, ইফতেখার আহমেদ ফাহমির ‘এসো ভুল করি’ নাটকে অভিনয় করেন তিনি। একসময় পড়াশোনার কারণে চলে যেতে হয় বিদেশে। ২০০৯ থেকে ২০১৪ সালে মোট পাঁচ বছর ইংল্যান্ডের নর্থ অ্যাম্ব্রিয়া ইউনিভার্সিটিতে আইন বিষয়ে (এলএলবি) পড়াশোনা করেন।

সোনিয়ার মন পড়ে থাকতো বাংলাদেশে। সময় পেলেই বাংলাদেশের নাটক ও ছবি দেখতেন। মনে মনে দেশে এসে কাজে ফেরার ইচ্ছা ছিল। এ বছরের ১ এপ্রিল দেশে ফিরে দেখলেন অনেক কিছুই পাল্টে গেছে। বাংলানিউজ কার্যালয়ে এসে ছবি তোলার ফাঁকে বললেন, ‘আমি অনেক কম কাজ করেছি। কিন্তু ফিরে এসে দেখলাম অনেক পরিবর্তন। তাই নিজে একটু পরিকল্পনা করলাম। এরই মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কাজ নিয়ে কথা হলো। যমুনা টিভিতে প্রচারিত ‘শোবিজ টুনাইট’ অনুষ্ঠানটি উপস্থাপনার মধ্য দিয়ে কাজে ফিরেছি। ’

মডেল, উপস্থাপক ও অভিনেত্রী তিন পরিচয়েই দর্শকরা পেয়েছেন সোনিয়াকে। তিনি দেশে ফেরার পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘মাই ক্যাশ’, পূজা রোজারিওর ‘প্রাণ বেস্ট কুকওয়্যার’ এবং টিটো রহমানের নির্দেশনায় ‘প্রাণ আরএফএল’ বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। এর বাইরে হৃদি হকের পরিচালনায় ‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে’ এবং মাবরুর রশীদ বান্নাহর ‘সুপারম্যান’ নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া রুবায়েত মাহমুদের পরিচালনায় ‘সাইন আপ’ নামে নতুন একটি ধারাবাহিকে কাজ শুরু করেছেন তিনি।

বাকি আছে শুধু চলচ্চিত্রে অভিনয়। কিন্তু চলচ্চিত্রে কাজের তেমন আগ্রহ নেই সোনিয়ার। তার ভাষ্য, ‘উপস্থাপনাকে বেশি প্রাধান্য দিচ্ছি। এ কাজটা উপভোগ করছি। এর বাইরে মডেলিং বা নাটকে অভিনয় করতে চাই। তবে চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে তেমন নেই। বিশেষ করে এমন কোনো কাজ করতে চাই না, যা আমাকে মানাবে না। ’

ক্যারিয়ারের শুরুতে বিনোদন অঙ্গনে কাজ করা নিয়ে বাবা জাহিদ হাসান ও মা রওশন আরার আপত্তি থাকলেও দু’জনই এখন মেয়েকে উৎসাহ দেন। এ প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘আমার একটা ছোট ভাই আছে। পরিবারে আমি একা। তারপরও বাবা-মা আমাকে অনেক পরামর্শ ও উৎসাহ দিয়েছেন। আমিও তাদের কাছে কৃতজ্ঞ। ’

সোনিয়া এখনও বিয়ে করেননি। বিয়ের প্রসঙ্গ তুলতে তিনি নিজেই উত্তর দিলেন, ‘পরিবারের ইচ্ছাতেই বিয়ে করবো। আর ভালো জামাই পেলেই বিয়ে করে ফেলবো!’

বাংলাদেশ সময় :  ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ