ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

জুতোয় পানীয় নিয়ে পান করলেন অজি ক্রিকেটাররা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, নভেম্বর ১৫, ২০২১
জুতোয় পানীয় নিয়ে পান করলেন অজি ক্রিকেটাররা (ভিডিও)

নিউজিল্যান্ডকে উড়িয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। দুবাইয়ের ফাইনালে অজিরা ৮ উইকেটে জয় পায়।

ঐতিহাসিক এই জয়ের পর অস্ট্রেলিয়ান ড্রেসিংরুমে মাতাল উদযাপন শুরু হয়। সেই উদযাপনে খেলোয়াড়রা এতটাই মগ্ন ছিল যে, তারা তাদের জুতোয় পানীয় ভরে তারপর সেটি পান করতে শুরু করেন।

অস্ট্রেলিয়ান ড্রেসিংরুমের উদযাপনের একটি ভিডিও আইসিসি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। ওই ভিডিওতে দেখা যায়, ম্যাথু ওয়েড তার জুতো খুলে তাতে পানীয় ঢেলে তা গিলে ফেলেন। এরপর মার্কাস স্টোইনিস তার কাছ থেকে জুতোটি নিয়ে তাতে পানীয় ঢেলে তিনিও পান করতে থাকেন।

ফাইনালে ব্যাটিংই পাননি ওয়েড ও স্টয়নিস। তবে পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালে জয়ের নায়ক ছিলেন এই দুজনই। ৮১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলেছিলেন ওয়েড ও স্টোইনিস।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ