ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

টানা চার জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পাকিস্তানের জন্য ম্যাচটি নিয়মরক্ষার। তবে সেমির লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতিটাও সেরে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা।

সেই লক্ষ্যেই স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার শারজাহতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-স্কটল্যান্ড। তুলনামূলক অগুরুত্বপূর্ণ ম্যাচ হলেও একাদশ অপরিবর্তিত রেখেছে পাকিস্তান। অন্যদিকে স্কটিশদের একাদশে এসেছে দুই পরিবর্তন। ম্যাকলাউড, ইভান্সের জায়গায় এসেছেন তাহির এবং বাজ।

টানা চার হারে স্কটল্যান্ডের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। ফলে পাকিস্তানকে হারিয়ে একটা জয় নিয়ে ফেরার লক্ষ্যে মাঠে নামবে স্কটিশরা। তবে পাকিস্তানের জন্য সমীকরণ একটাই। এরইমধ্যে তারা আগের সব ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থেকে সেমিতে উঠেছে। এই ম্যাচ হারলে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়ে গেছে। আফগানদের পাশাপাশি সেমিতে উঠার আগেই বিদায় নিয়েছে ফেবারিট ভারত। ফলে সেমির চার দল এখন- পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হাসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আসিফ আলী, হারিস রৌফ।  

স্কটল্যান্ড একাদশ: জর্জ মানজি, হামজা তাহির, রিচি বেরিংটন, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), ডিলান বাজ, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, ব্র্যাডলি হুইল।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ